শফিউল আলম শফিক শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধী, দ্য ইনভেস্টিগেশন নিউজ: শ্রীবরদীতে ১৬/০৭/২৪ ইং রোজ বোধবার সকাল ১১ টায় শ্রীবরদী চৌরাস্তার মোড়ে মুক্তি যোদ্ধের চেতনা বিরোধী আন্দোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন,বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, শ্রীবরদী উপজেলা কমাণ্ড ও শ্রীবরদী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড। মানববন্দনে প্রথমে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাদের সন্তানেরা।
তারা বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সারা দিয়ে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে যাপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা। স্বাধীন করেছেন দেশকে। আর আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, তারা তাদেরই সন্তান। আমরাও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে দেশের জম্য জীবন উৎসর্গকরে দিব। তবু্ও মুক্তিযুদ্ধের চেতনাকে বৃথা যেতে দেবনা। তাছাড়াও আজিজুর রহমান,আনসার আলী,আবদুল্লাহ সালেহ্ সহ আরও অনেক বীর মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। মানববন্ধন পরিচালনা করেন মুক্তি যোদ্ধা প্রযন্মলীগের সভাপতি দানা মিয়া। সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আমিনুল ইসলাম।